পথশিশুর ঈদ
তোমার উচ্ছিষ্ট হতে পারে ক্ষুধার্তের ঈদ
দিবানিশি আশ্রয়হীনের নেই কোনো নিদ।
দেখেছ কি ঠিকানা হীন পথশিশুর কান্না?
জানে না সে কোন উনুনে হবে তার রান্না।
তবুও চাঁদ দেখতে ছুটোছুটি আর উচ্ছ্বাস
আজকের খুশির ঈদ অন্তরে তার বিশ্বাস।
আসুন তবে সবাই মিলে পাশে দাঁড়াই তার
পথের মাঝে সেই শিশুটি কিছুই নাই যার।