Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের উৎসব

বাঁকা চাঁদটি মূল আকর্ষণ
ত্রিশ রোজা পরে,
ভোরে হবে ঈদের উৎসব
বাংলার ঘরে ঘরে।

ঈদের নামাজ কায়েম করতে
ঈদগাহে যাবো,
দীন টোকাইকে সঙ্গে নিয়ে
পোলাও রোস্ট খাবো।

ঈদের দিনে ভুলে যাবো
কে ধনী কে কুলি,
পরস্পরে বুক মিলিয়ে
করবো কোলাকুলি।

সবাই মিলে বন্ধুর মতো
করবো ঈদের হরষ,
সারা বছর অটুট রাখবো
এই হৃদ্যতার পরশ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ