শীতের সকাল
শীতের চাদর মুড়ি দিয়ে
আসে শীতের সকাল,
কুয়াশা ছাপসা চারিদিক
রবির আলোয় লাল।
উত্তরে হিমেল হাওয়া
কাঁপন জাগায় গায়,
সূর্যিমামা আলসে হয়
ধরায় দিকেই ধায়।
শান্ত দীঘির কালো জলে
পাখিদের আনাগোনা,
শীতের বুড়ি বসলে জেঁকে
হৃদয়টা আনমনা।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
শীতের চাদর মুড়ি দিয়ে
আসে শীতের সকাল,
কুয়াশা ছাপসা চারিদিক
রবির আলোয় লাল।
উত্তরে হিমেল হাওয়া
কাঁপন জাগায় গায়,
সূর্যিমামা আলসে হয়
ধরায় দিকেই ধায়।
শান্ত দীঘির কালো জলে
পাখিদের আনাগোনা,
শীতের বুড়ি বসলে জেঁকে
হৃদয়টা আনমনা।