শবে কদর

শবে কদর
প্রতি বছর রমজান এলে
শেষ দশকের বেজোড় রাতে
হাজার মাসের শ্রেষ্ঠতর
শবে কদর রাত্রি আসে।
এই রাতেই আল্লাহ্ পাকে
রাসূল মুহাম্মদের (সা.) নিকট
সর্বশ্রেষ্ঠ মহান গ্রন্থ
কুরআন নাযিল করেছিলেন।
এ রাত পেয়ে পুণ্যে পুণ্যে
জীবন সাজান মুমিন যারা
সারা রাত্রি ইবাদতেই
মশগুল থেকে কাটান তারা।
নামাজ পড়েন কুরআন পড়েন
জিকির করেন বেশি বেশি
ক্ষমাও চান সব মানুষে
মহান আল্লাহ্ পাকের কাছে।