বিপ্রতীপ

জল জোছনায় জোনাকির উৎসব
বৈশাখী জোয়ারে মাছেদের নৃত্য।
দূরে ওঁত পেতে বসে আছে শিকারি
কারো উল্লাস, কারো সর্বনাশ।
অক্লান্ত পরিশ্রমে ঘর্মাক্ত শরীর
চাহিদা ও প্রাপ্তির অবস্থান সাংঘর্ষিক!
নাইট ক্লাবের উচ্ছিষ্ট ময়লার ভাগাড়ে,
কারো উচ্ছ্বাস, কারো দীর্ঘশ্বাস।
বিপ্রতীপ অবস্থানে মানবের সভ্যতা,
অতীত, বর্তমান, ভবিষ্যৎ আদি সূত্রে,
অপরিবর্তিত ধারায় সূর্যোদয়, সূর্যাস্ত
কারো সুখ বাস, কারো নাভিশ্বাস।