শিক্ষকের দাবি
তুমি শিক্ষক, তুমি অভিযাত্রিক,
তুমি জাতির কর্ণধার।
যথার্থ সম্মান, ন্যায্য অধিকার
তোমার অধিকার।
শিক্ষা জাতির মেরুদণ্ড
হলে
শিক্ষক তার বাহন,
জাতি কেন আজ বুঝতে ব্যর্থ
তোমার ভিতর দহন।
পরিস্থিতির কষাঘাতে যদি
শিক্ষক থাকে অভুক্ত,
তবে অন্ধকারের শৃঙ্খল ভেঙে
কিভাবে হবে জাতি মুক্ত।
উন্নয়নের শর্ত শিক্ষা হলে
শিক্ষক তাহার প্রাণ,
তবে ন্যায্য দাবি বঞ্চিত কেন,
কেন পাবেনা যথার্থ সম্মান?
অজ্ঞতা আর নিরক্ষরতা দূর করতে
যারা হাতে নিল মশাল,
তারাই যদি বঞ্চিত হয়
জাতি হবে তবে অচল।
দারিদ্র্যতার কষাঘাত আর বঞ্চনাতে
থাকে যদি শিক্ষক পরিবার,
অন্ধকার থেকে কি করে তবে
জাতি পাবে পারাপার।
শিক্ষক সে তো শ্রেষ্ঠ সবার
তবে আজও কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী,
সকল ভীষণ ব্যর্থ হবে
যদি এর অবসান ঘটাতে না পারি।
সুশীল সমাজ নীরব কেন আজ
গর্জে, সাম্যের বুলি আওড়ায়,
ন্যায্য অধিকার দিতে হবে
যদি জাতির মুক্তি চাও।
তিমির আঁধার দূর করতে
যারা রয়েছে সর্বদা যুক্ত,
ন্যায্য অধিকার দিয়ে তাদের
করো জাতির শাপমুক্ত।
অনন্যা/এসএএস