Skip to content

জ্যৈষ্ঠ মাসে

জ্যৈষ্ঠ মাসে

পল্লব ভরে আছে কাঁচা পাকা আম
দোল খায় মগডাল মধু ভরা জাম।
মধুমাসে চারিপাশে কাঁঠালের ঘ্রান
রসে ভরা ফল খেয়ে ভরে সব প্রান।

বারিধারা ঝড়ে পড়ে পৃথিবীর পরে
সুখ আসে সেই ক্ষণে বাংলার ঘরে।
ধান কাটা শেষ হয়ে খালি হয় মাঠ
পিপাসায় ফেটে বুক হয়ে যায় কাঠ।

মধু মাসে মধু ফলে ভরে যায প্রাণ
ঘরে ঘরে অতিথির বেড়ে যায় মান।
উৎসবে প্রতি বাড়ি লেগে যায় ধুম
নাইয়রে আসে বধু নেই চোখে ঘুম।

আসমানে চাঁদমামা রাতভর জাগে
ঘুমহীন চোখে সব খুব বিশ্রী লাগে।