Skip to content

পাখির মতো উড়বো

পাখির মতো উড়বো

আমরা যখন ছুটে চলি মা
তোমার সবুজ ক্ষেতে
উঠে সকল পাখ-পাখালি
ঠিক তখনই মেতে।

মোদের সাথে সূর্য চলে
হিমেল বায়ু বয়
যাসনে তোরা আর বহুদূর
মা কথাটা কয়।

আমরা বলি, মাগো তুমি
আজ করোনা মানা
পাখির মতো উড়বো মোরা
মেলে খুশির ডানা।