পাখির মতো উড়বো

আমরা যখন ছুটে চলি মা
তোমার সবুজ ক্ষেতে
উঠে সকল পাখ-পাখালি
ঠিক তখনই মেতে।
মোদের সাথে সূর্য চলে
হিমেল বায়ু বয়
যাসনে তোরা আর বহুদূর
মা কথাটা কয়।
আমরা বলি, মাগো তুমি
আজ করোনা মানা
পাখির মতো উড়বো মোরা
মেলে খুশির ডানা।
মোঃ আফরোজ আলী প্রকাশ:
আমরা যখন ছুটে চলি মা
তোমার সবুজ ক্ষেতে
উঠে সকল পাখ-পাখালি
ঠিক তখনই মেতে।
মোদের সাথে সূর্য চলে
হিমেল বায়ু বয়
যাসনে তোরা আর বহুদূর
মা কথাটা কয়।
আমরা বলি, মাগো তুমি
আজ করোনা মানা
পাখির মতো উড়বো মোরা
মেলে খুশির ডানা।