খোকার ঈদ
মায়ের কোলে বসে খোকা
ঈদের চাঁদকে ডাকে,
লাজুক চাঁদটা মিটমিটিয়ে
হাসে পাতার ফাঁকে।
চাঁদের পানে হাত বাড়িয়ে
খোকা ছড়া কাটে,
খোকার ঘরে চাঁদ নামে না
হাসে জলের ঘাটে।
খোকা শুধায় ‘কেন গো মা
চাঁদ আসে না বাড়ি
এবার যদি ঈদ না আসে
চাঁদকে দিবো আড়ি।’
রফিকুল নাজিম প্রকাশ:
মায়ের কোলে বসে খোকা
ঈদের চাঁদকে ডাকে,
লাজুক চাঁদটা মিটমিটিয়ে
হাসে পাতার ফাঁকে।
চাঁদের পানে হাত বাড়িয়ে
খোকা ছড়া কাটে,
খোকার ঘরে চাঁদ নামে না
হাসে জলের ঘাটে।
খোকা শুধায় ‘কেন গো মা
চাঁদ আসে না বাড়ি
এবার যদি ঈদ না আসে
চাঁদকে দিবো আড়ি।’