খোকার ঈদ রফিকুল নাজিম প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৩৬ পিএম মায়ের কোলে বসে খোকাঈদের চাঁদকে ডাকে,লাজুক চাঁদটা মিটমিটিয়েহাসে পাতার ফাঁকে।চাঁদের পানে হাত বাড়িয়েখোকা ছড়া কাটে,খোকার ঘরে চাঁদ নামে নাহাসে জলের ঘাটে।খোকা শুধায় ‘কেন গো মাচাঁদ আসে না বাড়িএবার যদি ঈদ না আসেচাঁদকে দিবো আড়ি।’ Share