Skip to content

ঈদ আনন্দ

ঈদ আনন্দ

ঈদের খুশির বান ভেসেছে
আয়রে তোরা আয়,
বাঁকা হাসির চাঁদ নেমেছে
আমার ছোট্ট গাঁয়।

নতুন জামা পরব গায়ে
লাল ফিতাটা চুলে,
পাড়ায় পাড়ায় ঘুরব সবাই
নেচে হেলে দুলে।

রেশমি চুড়ির রিনিঝিনি
মেহেদি দেবো হাতে,
মিষ্টি মিঠাই ফিরনি সেমাই
খাব সবার সাথে।

খুশবু আতর মাখবো গায়ে
মাথায় চমক টুপি,
দাদার কাছে ঈদ সালামি
নেবো চুপি চুপি।

পথ শিশুর সঙ্গে নিতে
যাব না তো ভুলি,
ঈদ আনন্দ ভাগ করে আজ
করবো কোলাকুলি।