মায়ার ফাঁদ
বোটা থেকে খসে পড়লে পাতারও যন্ত্রণা হয়
উত্তরের হাওয়ার চাবুকের আঘাতে আঘাতে
একদিন ঝরা পাতারাও কোথায় যেন হারিয়ে যায়।
অবেলা ঝরে যাওয়া ফুলও গোপনে কাঁদে
বুকে লুকানো সুঘ্রাণও একদিন পঁচা দুর্গন্ধ হয়ে যায়।
এই সংসার নামক মায়ার খেলাঘরে
মানুষ কেবলই পড়ে মায়ার ফাঁদে!