প্রেমময় দুর্যোগ
অনাদিকালের তৃষ্ণা মিটে গেলো।
চৈত্রের প্রথম বৃষ্টির ফোঁটায়।
প্রেমের বাতাস অঙ্গে দোলা দিলো
কদমফুল গুঁজেছি খোঁপায়।
হৃদয় ভেঙ্গেছে নিয়মের যতো বাঁধা
রাত বিরাতের ভারী বর্ষনে।
ঝড়ো হাওয়ায় ভুলে গেছি সব দিক
অবান্তর ছুটছি আনমনে।
কালবৈশাখী আসছে ভীষণ তেড়ে
উত্তাল ঢেউ বুকের বাঁপাশে।
দুরুদুরু কাঁপছে হিয়া অভিলাষে।
চোখে চোখ রাখার সর্বনাশে।
শরীরের উত্তাপ আদৌ নিভেনি।
বিছানো শীতল পাটির স্পর্শে।
তোমার অনুপস্থিতি পোড়ায় ভীষণ
প্রেমময় দূর্যোগের তোলপাড়ে।
দুইজনে মিলে যায় এসে বাহুডোরে
প্রণয়ের গীত গেয়ে সূরে সূরে।
লাবন্য নৃত্যে নেচে উঠুক মন-প্রাণ
থেকো না প্রিয় আর দূরে দূরে।