সুগন্ধি বসন্তী বন্ধনে
অশোক পলাশের রঙে সুখস্বপ্ন এঁকে
পশ্চিম গোধূলির উড়া পাখির চোখে
প্রকৃতির কোলে প্রান্তিক বসন্ত-বিকেলে
ভাতঘর ছেড়ে পথ-চলা হাতে হাত রেখে ।
পুষে রাখি কামনার হৃদয় গহীনে
সেতো আমারই গোপন নিভৃত প্রাণে ?
ফুলেদের রঙে অন্তহীন অশান্ত
আলোড়ন তুলে এসেছে সুখের বসন্ত।
ইচ্ছা ছিল সুগন্ধি বসন্তী বন্ধনে
বসন্ত বেলার এক সন্ধ্যা চুরি করে
কুমারী চুম্বনে সুখ খুঁজে নেবো
কৃষ্ণচূড়ার রঙে ফাল্গুনের ঘ্রাণে
আশা-নিরাশার পাশাপাশি হেঁটে যাবো।
ফাগুনের আগুন ঝরা জ্বলন্ত বাগানে
পথে প্রভাতে ডালে ডালে ফুলে ফুলে
নিঃসঙ্গ দুপুরে বহুকালের দুঃখগুলো
ঝরাপাতার মত ঝরে শিমুলের তলে ।