তবুও তুমি পূর্ণ থাকো
স্বপ্নে বিভোর আলোক ছটায় মেলেনা যে মুক্তি কোনো!
হঠাৎ করে যাও লুকিয়ে তেপান্তরের অন্যমনে!
যদি তুমি ভালোর চেয়েও ভালো থাকো; তবেই যেও!
আমিও যাবো তোমার মতো; দূর থেকেও বহু দূরে;
ঠিকই একদিন হারিয়ে যাবো; জীবন থেকে অনেক দূরে!
কাঁটার মতো যাচ্ছে বিঁধে তুমি-হীনে এই হৃদয়ে!
সত্যি একদিন তোমার মতো ভুলতে-ভুলতে ভুলেই যাবো !
সেদিনের সেই স্মৃতিগুলো স্মৃতি হবে; অদৃশ্যের ইতিহাসে!
কিছু কথা থাকবে গাঁথা গল্প-গানে; কবিতা ও উপন্যাসে!
অথৈ নদীর জলধারায় চোখের জলে মুছলো কাজল!
দুঃখ ঢেউয়ের আঘাতগুলো কাটছে সাঁতার নিঠুর পায়ে !
কষ্টে ভরা ভাগ্য এমন; চলতে যেন লাগে কেমন!
সময়ের সাথে বদলে নিলে এমন ভাবে খুব সহজে !
আগে-পিছের ভাবনা ছেড়ে দূরত্বটা বাড়িয়ে দিলে !
দূরত্ব কি কমবে বলো; চাই যদি তা এক নিমেষে !
নিবিড়তায় নিত্য পাশে থাকতে যদি আগের মতো;
প্রতিদিনই যাচ্ছো সরে একটু থেকে অনেক দূরে;
অনায়াসে নিচ্ছো বিদায় চুপিসারে মুচকি হেসে!
যে বাঁধনটা গেলো ছিড়ে; বাঁধবে কি আর আগের মতো!
ফেলে আসা খুনসুটিরা একটু হলেও পড়ুক মনে !
অতীত কালের কষ্ট ভুলে ছন্দ মেলে-যুগল পায়ে;
সতর্কতায় দীক্ষা নিয়ে; সম্ভাবনায় এগিয়ে চলো!
আমার হিসেব অমিল থাকুক; তবুও তুমি সুখে থেকো !
বুকের মাঝে হৃদয় খানা; সেই খানেতে আছো তুমি !
শূন্য বুকে থাকবো আমি; তবুও তুমি পূর্ণ থাকো!