অস্তপারের সন্ধ্যাতারা
জীবন আজ পৌঁছে গেছে সায়াহ্নে
কতিপয় অর্ধমৃত স্বপ্নের উঁকিঝুঁকি
বড়ই নির্জীব দূর্বল আর অসাঢ় অস্তিত্বে
বর্ণিল নয় চলে ধূসরে আঁকিবুঁকি।
জড়তার আগ্রাসন চলে
নিশ্চুপ আজ পার্থিব কথার ফল্গুধারা
বিলীন হয়েছে যৌবনের অনন্ত স্মৃতিচিহ্ন
পরপারের ভাবনায় জীবন পাগলপারা।
হাতছানি দিয়ে ডাকে-
মহাকালের সেই অনাগত অন্তিম ক্ষণ
বেজায় মূল্যহীন বার্ধক্যের স্বাদ আহ্লাদ
বিরস বদনে থাকে উদাসীন মন।