Skip to content

বাড়িয়ে দাও হাত

বাড়িয়ে দাও হাত

শখের পায়েস পিঠার আয়েশ
বিত্তবানদের ঘরে
নিরন্ন মানুষ করে উসখুস
ক্ষুধাকাতর অন্তরে।

হাড়কাঁপা শীত বাতাসের গীত
অসহায় নিরুপায়
শীতের কামড়ে কষ্টের ভাগারে
থিরথির কাতরায়।

হিম হিম শীত চোখে নাই নিদ
ছটফটে রাত যায়
ফাঁটা ঠোঁট মুখ ব্যাথাভরা বুক
কুয়াশায় ভিজে রয়।।

তাই ও মানুষ থেকোনা বেহুঁশ
মানবিক চোখে চাও
উদার হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে
দুহাত বাড়িয়ে দাও।

কৃপণতা ছেড়ে দাও না আদরে
শীতবস্ত্র উপহার
মলিন হাসিতে নির্মল খুশিতে
ভরবে সুখ তোমার।