Skip to content

মরে গেলে সবই শূন্য

মরে গেলে সবই শূন্য

নদী নাকি মরে গেলেও থাকে ঢেউয়ের রেখা?
কোথায় নদী পাইনি খুঁজে সেই নদীটার দেখা।
সেদিন নাকি উজান নদী বইছিলো এক সুরে
একূল ওকূল দু’কূল ভেঙে বইছিল অই দূরে।
চিকচিকে অই বালি ঢাকে নদীর বুকের ক্ষত,
মরে গেলে সবই শূন্য; ধূ-ধূ মরুর মতো।