Skip to content

১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মরে গেলে সবই শূন্য

নদী নাকি মরে গেলেও থাকে ঢেউয়ের রেখা?
কোথায় নদী পাইনি খুঁজে সেই নদীটার দেখা।
সেদিন নাকি উজান নদী বইছিলো এক সুরে
একূল ওকূল দু’কূল ভেঙে বইছিল অই দূরে।
চিকচিকে অই বালি ঢাকে নদীর বুকের ক্ষত,
মরে গেলে সবই শূন্য; ধূ-ধূ মরুর মতো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ