থাকুক না কিছু অপূর্ণতা
না থাকুক তোমার আমার ঠিকানা বিহীন গন্তব্য,
না বলা গল্প গুলো, না হোক বলা কোনদিন ।
হোক না জানাজানি আমাদের প্রেম,
বলুক না ওরা আমাদের নিয়ে কিছু কথা।
থাকুক না এক ফোঁটা জল চোখের কোণে,
গড়িয়ে নাই বা পড়ুক অজান্তে অবলীলায়।
নাই বা উঠুক একরাত পূর্ণিমার চাঁদ,
স্বপ্নময় রাত না হোক সকাল শুধু একবার।
খরকুটো নিয়ে ঘরে ফেরা হয়নি যে পাখিটির,
থাকুক না একটি সকাল খোলা আকাশের নিচে।
আমাদের আত্মজীবনী লেখা, থাক না অসমাপ্ত,
হোক না শেষ থেকে শুরু, আমাদের দ্বিতীয় জীবন।