তিন কবিতা
বুদ্ধিজীবীর ঋণ
ডিসেম্বরের চৌদ্দ তারিখ
হারাতে জাতীর মান
ঘাতকের বুলেট ছিনিয়ে নেয়
বু্দ্ধিজীবীর প্রাণ।
পাক বাহিনীর দোসর ওরা
দূষিত ওদের রক্ত,
বীর সন্তানের হত্যা করেও
হয়না অনুতপ্ত।
ইতিহাসের সেই কালো তারিখ
কলঙ্কময় দিন,
বীর সন্তানদের বড় ত্যাগ
বাড়ায় মোদের ঋণ।
বিজয়ের কথা
ডিসেম্বর বিজয়ের মাস
উল্লাসেতে মাতি,
কষ্টার্জিত জয় মোদের
হয়নি রাতারাতি।
এ দেশটা কষ্টের ফসল
ন মাস পরে আসে,
লক্ষ শহীদের রক্ত বানে
মানচিত্রটা ভাসে।
শোধ হবেনা রক্তের ঋণ
গড়লো যারা দেশ,
বিলিয়ে দিয়ে সকল কিছুই
ওরাই নিঃশেষ।
একটি পতাকার জন্য
পতাকার জন্য জীবন বাজী
যুদ্ধের ময়দানে,
এই দেশটা শহীদের গড়া
জীবনের বিনিময়ে।
রক্ত বন্যায় জয় মোদের
পাওয়া সহজ নয়,
লক্ষ প্রাণের বিনিময়েই
দেশ স্বাধীন হয়।
পতাকায় জাতীর পরিচয়
পতাকা বহন করে,
মুক্ত বাতাসে উড়ে যখন
গর্বে বুকটা ভরে।