হেমন্তকালে
হেমন্তকালে ফসলের মাঠে
তাকালে জুড়ায় প্রাণ,
কৃষকেরা মিলে কাস্তে হস্তে
কেটে যায় পাকা ধান।
ধান কাটা শেষে মাড়াই করে তা
গোলায় যতনে ভরে,
কিছু বেচে দেয় প্রয়োজনে কিছু
পাতিলে সিদ্ধ করে।
গ্রাম-বাংলায় হেমন্ত জুড়ে
ভালো লাগে কলরবে,
নতুন চালের পিঠা পুলি হয়
নবান্ন উৎসবে।
নিশিতে হালকা কুয়াশাও ঝরে
হিমেল বাতাস বয়,
জোনাকির আলো, চাঁদের জোছনা
করে তা কাব্যময়।