তুমি শুধু আমার হয়ে থেকো
তোমাকে আমি প্রশ্ন করেছিলাম,
ভালোবাসো..?
তুমি মৌনতায় “হুম” বলে সম্মতি জ্ঞাপন করলে।
বলেছিলাম, কতটুকু?
এর ব্যাখ্যা দেওয়া তোমার অনেক জটিল হয়ে গেল!
হেসেই বলেছিলাম, আচ্ছা থাক!
ভালোবাসা যত্নের পরিধিতে রোজ একটু একটু
করে উচ্চতা পাক।
আচ্ছা বলো তো,
ভালোবাসায় এত কী থাকে ?
কী করে পাও বলো, এতো এতো সুখ!
যেথায় রয়েছে প্রিয়জন হারানোর আমৃত্যু অসুখ।
বাহ্ কী নিদারুণ বললে,
শব্দদের গুছিয়ে নিয়েছো দেখি খুব।
আমার পৃথিবীটা সাজিয়ে তুলতে ভালোবাসার
চেয়ে আর কিছুই না হোক!
আমি জানি;
তুমি আছো, আমি আছি, এই তো আমার পরম সুখ।
আমাদের ভালোবাসা থাকবে চিরকাল,
পড়ন্ত সূর্যাস্তটা দুজনে দেখে, হয়ে উঠবো আমি
এক চঞ্চল প্রেমিক!
ইশ্ এত প্রেম তুমি কোথায় পেলে বলো তো?
কখনো ভাবিনি আমি, এই হবে আমার সর্বকালের
সমস্ত ব্যাধি নিরাময়ের ঔষধ!
আচ্ছা, আকাশের পানে একবার তাকিয়ে দেখ তো!
কী পাও বলো দেখে ওই বিশালতার বুক;
আমি পেয়েছি আমার স্বপ্নে দেখা প্রিয়তমার মুখ।
উফ্ কী যে বলো,
আমি হেসে যাই, তোমার প্রেমিক হওয়ার দেখে
এতটা অসুখ!
ব্যর্থ হতো জীবন আমার না দেখলে তোমার
হৃদপিণ্ডের ওই কঠিন রোগ।
শেষ একটা প্রশ্ন করবো ভাবছি তোমায়;
এক জনমে আমায় তুমি ভালোবাসলে না তো অহেতুক?
না গো আমি যা চেয়েছি প্রিয়,
তুমি সেভাবেই ভালোবেসে পাশে ছিলে;
এভাবেই তুমি শুধু আমার হয়ে থেকো রোজ।