Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরের বাহক

এডিস মশা খুব ভয়ংকর
করো না কেহ ভুল,
প্রাণহানী যে ঘটতে পারে
বিদ্ধ করলে হুল।

এডিস মশা দেখতে ছোট
পিঠ-টা সাদা-কালো,
হুল ফুটাই সকাল বিকেল
থাকতে সূর্যের আলো।

ডেঙ্গু জ্বরের জীবাণু যে
এডিস মশা আনে,
শহর গাঁয়ের সব মানুষেই
এখন সেটা জানে।

এডিস মশা বংশ বিস্তার
করে বন্ধ জলে,
ফেলে দিতে হবে তাই জল
তিনদিন বাসি হলে।

বাড়ির আশপাশ খানা গর্ত
ড্রেন ডোবা নালি,
পঁচা ময়লা জল ফেলে যে
করতে হবে খালি।

বসত বাড়ির আশেপাশে
আবর্জনা পেলে,
পরিষ্কার সব করতে হবে
দিতে হবে ফেলে।

এর পরেও যদি ডেঙ্গু জ্বর
কোন মানুষের হয়?
সুচিকিৎসা ডাব জল খেলে
আর থাকেনা তো ভয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ