Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩ কবিতা

শিক্ষার ফল
শিক্ষার শেকড় খুব তেতো
ফল বেজায় মিষ্টি,
শিক্ষা খোলে জ্ঞান দুয়ার
বাড়ায় যে দূরদৃষ্টি।

শিক্ষা ছাড়া অন্ধ মানুষ
চোখ থেকেও যে নাই,
শিক্ষাহীনরে মূর্খ বলে
বড় অপমান ভাই।

জ্ঞানীগুণী শিক্ষিত সব
ওরাই দেশের মাথা,
পড়াশোনাটা যদি না করো
ধরবে ওদের ছাতা।

পড়ালেখা কষ্ট হলেও
গুরুত্ব দিও তাকে,
মূর্খের সীমিত জ্ঞান
সর্বদা ভয়ে থাকে।

অভিমানী সে
মেয়েটির বড়ই অভিমান
কারণে অকারণে,
পান থেকে চুন খসলেও
সহসা পড়ি রণে।

মনটা যে তার খারাপ না
রাগ খানিক বেশী,
গাল দুটো লাল হয়ে যায়
রাগলে যদি হাসি।

খুব সরল মনটা তার
বুকে আগলে রাখে,
যতই মান হোকনা তার
ছেড়ে কভু না থাকে।

ফুরিয়ে গেছে প্রয়োজন
আমি এখন ভাগাড়ের বর্জ্য
আসিনা কোন কাজে,
সুগন্ধি যে নেইকো আমার
দুর্গন্ধ খু্ব বাজে।

ভাঙা প্লাস্টিক মন হয়েছে
দাম দেয়না কেউ,
সবখানেতে তাই মূল্যহীন
ভাবে সবাই ফেউ।

আমায় নিয়ে ভাবেনা যে
আগের মতো কেউ,
আড্ডাতেও আর ওঠে না
আগের মতো ঢেউ।

আমি বুঝি ফুরিয়ে গেছি
প্রয়োজন কারো নাই,
একদিন বুঝি সব মানুষের
দরকার ফুরিয়ে যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ