শরতের সুবাস
শরৎ এলো বাংলা জুড়ে
শিশির শুধু পড়ে,
শিউলি ফুলের মিস্টি সুবাস
আজকে ঘরে ঘরে।
সবুজ ঘাসে মুক্ত শিশির
যেন তারার আলো,
মনের ভেতর স্বদেশ প্রীতি
তাইতো এতো ভালো।
শরৎ এলে হাজারো ফুল
ডালে ডালে ফোটে,
মৌ মাছিরা মধুর লোভে
সেদিকে সব ছোটে।
এই শরতে শারদীয়ার
বাজনা কত বাজে,
ছোট বড় সবাই তখন
নতুন করে সাজে।