নীল খাম
দিনে দিনে বয়স কমে
বাড়ে নানান রোগ,
তনুমনে বসত গড়ে
ব্যর্থতা আর শোক।
ক্ষণে ক্ষণে পড়ে মনে
অতীত সুখের দিন,
শৃঙ্খলিত বর্তমান আজ
বেঁচে থাকাই ঋণ।
স্বজন সুজন ছিলো যারা
অমাবস্যার চাঁদ,
বুক ফেটে যায় দেখার লোভে
পাতি অশ্রু- ফাঁদ।
কি পেলাম আর কি হারালাম
হিসেব করে পাই,
আমি ছাড়া আমার তরে
অন্ত কিছুই নাই।
সবাই সবার কাজে ব্যস্ত
আমি বাড়তি ঘাম,
থাকতে সম্মান পাঠাও প্রভু
বিদায়ের নীল খাম!