Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা তুমি জাতির পিতা

বাবা তুমি জাতির পিতা
আমার ছিলে মনোমিতা সকাল দুপুর সাঁঝে
বাবা তোমায় স্বপ্নে দেখি গভীর ঘুমের মাঝে।

বাবা তুমি নায়ক ছিলে মিছিল মিটিং সভার
মালা পরে ফিরতে বাড়ি জুঁই চামেলি জবার।
পড়ার সময় রচে দিতে মুক্তিকামী ছড়া…
যে ছড়াতে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া।

বজ্রকণ্ঠে দিলে তুমি স্বাধীনতার ডাক
দীর্ঘ ন-মাস যুদ্ধ করে বীরবাঙালির ঝাঁক।
পাকিস্তানের কারাগারে বন্দি হলে তুমি
মৃত্যুর ভয় তুচ্ছ ভেবে চাইলে স্বাধীন ভূমি।

জয়ের মালা গলায় পরে ফিরলে মায়ের কোলে
দুনিয়ার মানচিত্রে দিলে বাংলাদেশ নাম তোলে।
বুক বেঁধেছো নতুন আশায় গড়তে সোনার দেশ
কুলাঙ্গারের বুলেট তোমার করলো জীবন শেষ।

বাবা আমি বেঁচে আছি স্বপ্ন তোমার নিয়ে
গড়তে তোমার সোনার বাংলা শত ভয় ডিঙ্গিয়ে।
তোমায় কথা মনে হলে, বারি ঝরে চোখে
দোয়া করি ভালো থাকো অচিন পরলোকে।

(উৎসর্গ: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে)

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ