বৃষ্টি ভেজা রাতে কাজল আক্তার নিশি প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৪:২৬ পিএম টাপুর টুপুর বৃষ্টির ছন্দেসোনার নুপুর পড়ে কে এলো কে দরজা টোকেমিষ্টি মধুর সুরে!হাতে নিয়ে গুচ্ছ গুচ্ছ কদমেরই থোকাকে আছ গো দাঁড়িয়ে হে খাচ্ছি নাকি ধোঁকা!আষাঢ়ের ওই বৃষ্টির ছন্দেকদমের ফুল হাতেকে এসেছে! কে ওখানেবৃষ্টি ভেজা রাতে! Share