Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

পড়শি

আমার বাড়ির একপাশে থাকে এক পড়শি
মুগ্ধ যে তার রুপে গুণে রোজ ফেলি বড়শি।
বড় চালক পড়শিটা যে গেলেনা কোন টোপ
উল্টে গিয়ে আমার উপর পরে তারই তোপ।

সেয়ানা যে মাছটা বড়ই ধরা দিতে চায়না
আসবে বলে পালিয়ে যায় ধরা সে দেয়না।
মন আমার সে চুরি করে মিটি মিটি হাসে
গভীর জলে থেকে মাছটা উপরেও ভাসে।

পড়শিটার দেমাগ বড় ঘুরিয়ে মজা পায়
মন আমার রঙিন ঘুড়ি তার পানেই ধায়।

রুচির অরুচি
ভালো মন্দের পার্থক্য
ভুলতে বসেছি আজ,
রুচির যে মন্দা চলছে
বিলীন হচ্ছে লাজ।

কুৎসিত শত ভাবনারা
বাসা বাঁধে সব মনে,
বুদ্ধি বিবেক লোপ পায়
প্রতি ক্ষণে ক্ষণে।

দূর্ভিক্ষে কঙ্কালসার
সকল শুভ সৃষ্টি,
নতুন মেঘে হয়না তাই
প্রশান্তির বৃষ্টি।

কালো মেঘ অন্তর জুড়ে
কলঙ্কের বৃষ্টি,
মূর্খতার বাড়ন্ত বেজায়
হচ্ছে অনাসৃষ্টি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ