Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ কবিতা

পরিবর্তন
বদলে যাচ্ছে সবকিছু
বদলে গেছি আমি
বদলে গেছে পৃথিবীটাও
সবকিছুই দামী।

বদলে গেছে মানুষ সব
বদল রঙে ঢঙে
পরিবর্তন মানুষের
বাহারী কত সঙে।

পরিবর্তনের এ খেলা
হচ্ছে হরদম,
বদলটা মন্দের বেশী
ভালোর যেন কম।

মহানায়কের প্রয়াণ
দূঃসংবাদটা সকালে কানে আসা মাত্রই
হৃদয়টা কাঁচের মতোই ভেঙে খান খান
কি নৃশংস নিদারুণ মানবতার পরাজয়
মানবতার ফেরিওয়ালার নিঃস্তব্ধ প্রাণ।

মহামানবেরা অবিনশ্বর সদা অন্তর জুড়ে
শোকার্ত মন অশ্রুসজল বেদনায় সিক্ত
ধন রত্নের মহাভান্ডার লুন্ঠিত হয়ে গেছে
জাতি আজ সব হারিয়ে নিঃস্ব বড় রিক্ত।

ছোট্ট এই পৃথিবী
পৃথিবীটা খুব বড় নয়
একটুখানি হবে,
পড়াশোনা শিখলে পড়েই
হাতের মুঠে রবে।

এমনিতেই এই পৃথিবী
ছোট্ট হয়ে গেছে,
ইচ্ছে করলে পৃথিবী যে
ঘুরবে পাছে পাছে।

সবকিছু নখের টোকায়
ক্ষণে পেয়ে যাবে,
পৃথিবী আজ একটি গ্রাম
ভার্চুয়ালি পাবে।

ঘরে ঘরে পৃথিবী এখন
হাত বাড়ালে পাবে,
হাতের মুঠোয় এ পৃথিবী
আর কোথায় যাবে?

বদলের খেলা
বদলে যাচ্ছে সবকিছু
বদলে গেছি আমি
বদলে গেছে পৃথিবীটাও
সবকিছুই দামী।

বদলে গেছে মানুষ সব
বদল রঙ ঢঙে
বদলেছে মানুষের রূপ
বহুরূপী সে সঙে।

অদল বদলের এ খেলা
হচ্ছে হরদম,
বদলটা মন্দের বেশি
ভালো হচ্ছে কম।

বিদ্যালয়ের ঘণ্টা
বিদ্যালয়ে ঘন্টা আবার
বাজবে সময় মতো
পড়াশোনাও আগের ন্যায়
চলবেই অবিরত।

মুখরিত হবে আবারও
বিদ্যালয় প্রাঙ্গণ,
পড়াশোনায় উঠবে ভরে
শিক্ষার্থীদের মন।

আলোয় ভূবন ভরে যাবে
জ্ঞানের আলো পেলে,
কেটে যাবে সকল আঁধার
উড়বে পাখনা মেলে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ