Skip to content

১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষামুখর গান

শ্রাবণধারা বইছে দেখো
বাংলার আকাশতলে;
চারিদিকে নজরকাড়া
মাঠের অথৈজলে!

তরুলতা সতেজ কত
পেয়ে জলের ঘ্রাণ;
আউল-বাউল গাইছে তাদের
বর্ষামুখর গান!

টগর, বকুল, জুঁই, চামেলী
ফুটল আপন রূপে,
দোয়েল, টিয়া, ময়না, শ্যামা
নাচে ছায়াধূপে!

ছেলেমেয়ে ভেলায় চড়ে
অথৈজলে ভাসে;
জেলে ভাইয়ে মাছ ধরে তাই
আনন্দেতে হাসে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ