সৌন্দর্যের দেবী
তুমি সৌন্দর্যের দেবী হরীর লক্ষ্মী
মনের রাণী
তোমাকে না দেখিলে তোমার
সৌন্দর্যের প্রশংসা করি কী করে?
তুমি হাঁটো বৃন্দাবনে
সৃজনীর পথ ধরে
তোমার সৌন্দর্যে ফুল ফোঁটে
তুমি থাকো সুভাষে কুঞ্জবনে
প্রেমের সরোবরে।
দিব্যি খেয়ে বলছি
তোমাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে।
তোমার সৌন্দর্যের কিরণ ডুকেছে
মনে অন্দর মহলে
আমার হৃদয় গহীনে।
যেভাবে চন্দ্রের রশ্মি প্রবাহিত হয়
ছেঁড়া ছাদের কুঁড়েঘরে।
তোমার জন্য বিগ্রহ করে
দেবা-শোর সমুদ্রমন্থনে
অথচ তোমার অস্তিত্ব, সৌন্দর্য
সবই কৃষ্ণের জন্যে।
হে সৌন্দর্যের দেবী
ধরণীর রূপসী, ধরত্রীর জননী!
মহাকাল জানে তোমাকে দেখার লাগি
পূজো দি সকাল-সন্ধ্যে
তোমাকে না দেখিলে
তোমার সৌন্দর্যের প্রশংসা করি কী করে?