বৃষ্টিভেজা সকাল
বৃষ্টিভেজা সকাল দেখে
লাগছে মনে ভালো,
ঝিরিঝিরি বৃষ্টিফোঁটা
ছড়ায় সুখের আলো।
গাঁয়ের মাঠে বৃষ্টি ভিজে
খেলছে ছেলেমেয়ে,
শালিক পাখি নাচছে তা ধিন
জলের ছোঁয়া পেয়ে।
হাঁসের ছানা কাটছে সাঁতার
ছলাৎছলাৎ জলে,
কাদায় ভরা মেঠোপথে
পথিক হেঁটে চলে।
ঘ্যাঙরঘ্যাঙর ডাকছে ব্যাঙে
খেলছে মাছে খেলা,
ঝিলের জলে চালায় কিশোর
কলাগাছের ভেলা।
গাছের পাতা, মাঠের ফসল
লাগছে সবুজ গাঢ়,
বৃষ্টিভেজা সকাল তোমরা
সবাই দেখতে পারো।