ঈদের দিনে
ঈদের দিনে সবাই মিলে
হাসির রেখা ছড়িয়ে দিলে
কাটিয়ে দেবো বেলা,
ধনী-গরিব থাকবে না ভেদ
দূর করে সব হিংসা ও খেদ
করবো কত খেলা।
ফিরনি সেমাই পোলাও খাবো
ঈদের নামাজ পড়তে যাবো
কাঁধ মিলিয়ে কাঁধে,
নতুন করে ফুল ফোটাবো
দেশের সাম্যবাদে।
খোদার ভীতি বেঁধেছে প্রাণ
হালাল পশু কুরবানি দান
হবে নামাজ শেষে,
বিকেলবেলা ঘুরেফিরে
কাটবে সময় হেসে।