প্রেমের স্নান
যার লাগিয়া ছাড়লাম স্বজন
আপন করলাম পর,
সে আমারে ভুল বুঝিয়া
ভাঙলো সুখের ঘর।
যেই বুকে’তে মাথা রেখে
হইতো শান্তির ঘুম,
সেই পাখিটি উড়ে গিয়ে
আমায় করলো গুম।
সাথিহারা জ্যান্ত মরা
এক দিনে যায় মাস,
নাওয়া খাওয়ায় মন বসে না
আয়ুর মরণ- চাষ।
জীবনযৌবন সব সঁপিয়া
দিলাম যারে বুক,
তার কারণে সমাজছাড়া
ক্যামনে দেখাই মুখ।
যার নয়নে নয়ন রেখে
করতাম প্রেমের স্নান,
সেই সিনানটি হবে একা
যেদিন যাবে প্রাণ!
আসছি একা যাবো একা
ক্ষমা করো সাঁই,
সে না যেনো দেখতে আসে
খেয়াল রেখো ভাই।