আষাঢ়ের আগমন
রিমঝিম রিমঝিম বৃষ্টির সাথে
আষাঢ়ে বর্ষা সকাল ও প্রাতেঃ।
তুমুল বর্ষায় ভিজে শীতল প্রাণ
হৃদয়ে বাজে সবার খুশির গান।
শাপলা শালুকে ভরে যায় বিল
সাদা আকাশে উড়ে শঙ্খচিল।
গগনে উড়ে সাদা মেঘের ভেলা
আলো ছায়ার লুকোচুরি খেলা।
কদম কেয়াতে মধু সুবাস ছড়ায়
দিনরাত্রি বর্ষণ খাল বিল ভরায়।
বেগুনি মাথা তোলে কলমি ফুল
বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি হয় শ্যামল।