পাখিজাত স্বভাব
খাঁচা খুলে দিলে পাখিরা চলে যায়
মায়ার শিকল খুলে দিলে পাড়ি দেয় উদোম আকাশ
অন্য কোথাও অন্য কোনোখানে
অন্য মায়ায় বাসা বাধে,
অন্য মায়ায় গড়ে তোলে পাতাদের সংসার।
ঋতুচক্রের পালাবদলে
কিংবা মায়ার টানে সেই পাখি একদিন ফিরে আসে
সেই খাঁচার আশপাশে ঘুরঘুর করে
তীব্র শৈত্যপ্রবাহে সেই নাতিশীতোষ্ণ বুকের ওম খুঁজে,
শুধু পাখি আর সেই খাঁচায় ঢুকে না!
মানুষও পাখিজাত স্বভাব তার বুকে পুষে রাখে
অনন্যা/ ডিডি