Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এই গরমে

এই গরমে মরণ দশা
প্রাণ যায় যায়,
জীবন বুঝি বেরিয়ে যাবে
মুখে হায় হায়।

লোডশেডিং এ ওষ্ঠাগত
অতিষ্ট প্রাণ,
বিরক্তিময় জীবনটা
হয় খানখান।

বুকের ছাতি যাচ্ছে ফেটে
কা কা করে কাক,
কেউ দেখেনি এত গরম
তাই হতবাক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ