Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস

যা কিছু রয় চারিপাশে পরিবেশ তা বলে,
বৃক্ষ প্রাণী মাটি বাতাস স্থলে’তে আর জলে।

স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সব’ই তার’ই জন্য,
বাসস্থান আর অন্নবস্ত্রে প্রকৃতির ছায় ধন্য।

সেই পরিবেশ ধ্বংস করছে মানুষ নামের বেঁহুশ,
লোভে জ্বলে বৃক্ষ কেটে উড়ায় ধূমের ফানুস।

নীল আকাশে কার্বন ভাসে রসায়নের তরে,
বৃষ্টিহীনা দহন তাপে প্রাণীকুল প্রায় মরে।

বর্জ্য ফেলে বিষ বানালে সরল সাগর জলে,
জলজ্ প্রাণীর জীবনহানি সেই গরলের ব’লে।

মেরুর দেশে অতি তাপে গলছে বরফ খণ্ড,
জলের চাপে জন্ম নিচ্ছে জলোচ্ছ্বাসের দণ্ড।

পানি-বায়ু-শব্দ দূষণ দায়ী নানান রোগে,
দূষণ দোষের আগ্রাসনে বাড়ছে কষ্ট ভোগে।

অক্সিজেনের বড় উৎস বনবনানী জানি,
সুস্থ জীবন রক্ষাকল্পে সবুজায়ন মানি।

প্রাকৃতিক সব দুর্যোগ রোধে পদক্ষেপ নাও সবে,
বৃক্ষরোপণ অব্যাহত থাকুক সুন্দর ভবে।

এই বছরে জাতিসংঘের প্রতিপাদ্য হলো,
“প্লাস্টিক দূষণ এড়ানো” চাই সমস্বরে বলো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ