সাম্য এবং দ্রোহের কবি নজরুল
নজরুল ছিলেন সাম্যের কবি
চেয়েছেন তাই সাম্য,
জনগনের স্বার্থ রক্ষা
ছিলো তাঁর কাম্য।
সতত তিনি স্বপ্ন দেখতেন
শৃঙ্খলমুক্ত জাতি,
ব্রিটিশদের ভাবেননি কভু
ভারতবর্ষের জ্ঞাতি।
কলম ছিলো প্রধান অস্ত্র
লেখা তাঁর প্রতিবাদ,
তাঁর লেখা ব্রিটিশদের আঁতে
করেছে আঘাত।
পর্বত সমান সাহস ছিলো
কভু করতেন না ভয়,
ব্রিটিশদের বিপক্ষে গিয়ে
জেলেও যেতে হয়।
নির্ভয়ে তাই দ্রোহের ভাষায়
লিখে গেছেন তিনি,
সাম্য এবং দ্রোহের কবি
নামে তাঁকে চিনি।