জাতীয় কবি
যাঁর কবিতায় আগুন ধরে
সহজ সরল মনে,
নিপীড়িত মানুষগুলো
হুংকার দিতে জানে।
দুঃস্থ জানায় বিদ্রোহ আজ
দাঁড়ায় পেতে বুক,
ধনী কেনো ভোগ করিবে
এই সমাজের সুখ?
ধর্মে ধর্মে সম্প্রীতিটা
তোমার কাছেই শেখা,
মানবতার সেবক তুমি
জীবদ্দশায় দেখা।
যে কলমে আগুন জ্বলে
প্রেমের বাঁশি বাজে,
শিশুর মুখের প্রিয় ছড়া
তাঁর লেখনীর মাঝে।
জাতীর কবি নজরুল তুমি
মাথায় রাখি তত,
ক্ষণজন্মে ধন্য এ দেশ
শ্রদ্ধা অবিরত।