মধুমাসের নিমন্ত্রণ
মধুর এই জৈষ্ঠ্য মাসে
এসো আমার বাড়ি,
ফলের মাসে নিমন্ত্রণে
এসো তাড়াতাড়ি।
মোদের গ্রামে এলে তোমার
লাগবে খুব ভালো,
আম বাগানে শীতল ছায়া
রাতে চাঁদের আলো।
নানা রকম ফলের সাথে
গামছা বাঁধা দই,
অতিথি তোমায় আপ্যায়নে
সঙ্গে দেব খই।
সবুজ শ্যামল গ্রাম দেশে
কেঁড়ে নেবে মন,
পথেরপানে থাকবো চেয়ে
আমি সারাক্ষণ।