তুমিহীন সব শূন্য লাগে
আজ বেদনার বিহ্বল বাজে
সাম্প্রদায়িকতার জাঁতা কলে
তুমি হীন সব শূন্য লাগে।
আজ রক্তে রঞ্জিত সহস্র প্রাণ
নীতিহীন মস্তিষ্কের স্নায়ুকোষ ক্ষরণে
বিদ্বেষ আর হিংসায়।
কবি তোমার পুনরুজ্জীবন হোক!
বিদ্রোহের অগ্নিতে
মানবতার পুনর্জাগরণ হোক।
‘শিকল দিয়ে শিকল তোদের
করব রে বিকল
মোদের এই শিকল পরা ছল’
বাজুক আবার উদ্দামতায়
ফিরতে চাই আবার নিরাপদ ভূবনে,
বড্ড বেশি অভিমান তোমার!
কলম বন্ধ করে নির্জীব বেঁচে ছিলে
বন্ধ করে সকল সৃষ্টিকে
এতো অভিযোগ তোমার!
আমরা পরাধীনতার শৃঙ্খল
নিজের পায়ে নিজেই জড়াই বলে?
মিথ্যের খোলসে নিজেকে ঢাকি বলে?
আবার উঠুক মানবতার ঝড়
তছনছ হোক দিক বেদিক মহাপ্রলয়ে
আমরা জাগতে চাই কবি
তোমার মতন, অন্যের তরে,
অন্যায়ে প্রতিবাদী হয়ে,
জ্বলতে চাই পবিত্র অগ্নিবানে।
তুমিহীন বড় শূন্য লাগে,
স্রষ্ঠার সৃষ্টির এক বিস্ময় ছিলে তুমি।।