Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হে পবিত্র সুন্দর

হে সুন্দর! মানবের পবিত্র সুন্দর!
কবির তৃষ্ণা মেটাও সুন্দরের সুধায়।
আঁধার ভেঙে ঢুকে যাও উচ্ছিন্ন চোখে,
লুব্ধক চেতনায়, স্খলিত হৃদয়ে।
হে সুন্দর বেড়িয়ে পড়ো পথে-নগরে
আঁধার চিরে আলোকবর্ষ দূরে
চন্দ্র থেকে সূর্যে, নক্ষত্র হতে মিল্কিওয়ে ,
শূন্য থেকে মহাশূন্যে, ভ্রূণ থেকে আত্মায়।

ঝিনুকের খোলস থেকে মুক্তোর মতো
বেরিয়ে এসো, হে আমার মানব সুন্দর!
নারীর গর্ভে থাকে আগামীর পৃথিবী
হে নারী প্রহরায় রাখো তোমার নহর
পবিত্র নহরে শুদ্ধ হোক মনুষ্য নগরী;
জেগে উঠুক জনপদ, বিশুদ্ধ চেতনা।

নিযুত-কোটি প্রাণে তিলোত্তমা হও
বেরিয়ে এসো, হে আমার মানব সুন্দর!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ