তুমি আমার সব

help concept, special toned photo f/x, focus point selective
শত দহন, টানাপোড়েন
সহ্য করি মা’য়।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
জন্মিলেন আমায়।
মা দিবসে তাহার তরে
সালাম লক্ষ-কোটি।
ভালোবাসায় বাঁচো মা গো,
দুখগুলোর হোক ছুটি।
তোমার জন্য করব সেবা
জীবন বিলীন করে।
তুমি আমার আলোর প্রদীপ
আঁধার জীবন ঘরে।
তুমি আমার জান্নাত মা গো,
তুমি আমার সব।
তুমিই আমার এই জীবনের
সকল অনুভব।