Skip to content

১লা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মা

তোমার গর্ভে জন্ম নিয়ে হলাম আমি ধন্য
বেঁচে আছি পৃথিবীতে মাগো তোমার জন্য
তোমার আঁচল সুখের পাহাড়, দুঃখ হয় দূর
তোমার হাতটা ধরে আমি উঠতে পারি চূড়।

তোমার চোখে জল এলে পাগল হই আমি
কত কষ্ট বুকে জমে জানে শুধুই অন্তর্যামী
তোমার হাসি মধুমাখা মুক্তো ঝরে রোজ
তোমার কাজে থাকে মায়া-মমতার খোঁজ।

তুমি আমার সেরা মা তুমিই আমার প্রাণ
তোমার মতো এমন মা যেন আল্লাহর দান
বেঁচে থাকো সবার মাঝে হাসিখুশি নিয়ে
ভালোবাসি তোমা আমি নিজ জীবন দিয়ে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ