Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বহতা জীবনানন্দ

স্বদেশ প্রকৃতি মননের সাথে
এঁকেছিলে যার ছবি,
জীবনানন্দ তুমি বাংলার
চিরচেনা সেই কবি।

এসেছিলে তুমি বাঙালি স্বরূপ
এই সুন্দর তটে,
তোমাকে বিহীন প্রকৃতির রূপ
আছে নানা সংকটে।

আবার আসিবে তুমি ফিরে
এই ধানসিঁড়িটির তীরে’,
বাংলার মুখে বলেছিলে কথা
সাঁঝের মায়ার নীড়ে।

সে চিন্তা আর মননের ছিল
কী সুন্দর মনীষা!
বাংলার রূপে তুমি বারবার
হারিয়েছ তব দিশা।

প্রকৃতির পরে আমি হেঁটে গেলে
মনে পড়ে সেই কথা,
কীটের বুকেতে যেই ব্যথা লাগে
তুমি পেতে তার ব্যথা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ