ঝড়কন্যা
ঝড়কন্যা ঝড় দিয়েছ
মাঠে ফসল দলে
ঝড়কন্যা ঝড় এনেছ
মেঘ লুকানো ছলে।
আমি শুনি হতাশা
কৃষাণীর ঘুম টুটে
বিল হাওর পাড়ে
ডুবিয়ে তুলতে ছুটে।
নাকাল হল মাঝি
বৈঠা ধরতে মানা
যেখানে অবেলায়
ঝড় দিয়েছে হানা।
বৃষ্টি লাগে মিষ্টি
আরামের শরীরে
বেইল নাই শখের
বাঁচা মরার ভিড়ে।
দমকা হাওয়া বহে
ঝড়ের আঘাত হানে
ঝড়কন্যা বেশামাল
হাওর ক্ষতি বানে।।