পরিত্যক্ত পরিত্যাজ্য তুহীন বিশ্বাস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৩৭ পিএম · ১৩ এপ্রিল ২০২৩, ০২:৩৭ পিএম এক টুকরো পরিত্যক্ত মাংস রাস্তায়;শেয়াল – কুকুরের যুদ্ধ রাত গভীরেরক্তাক্ত শরীর নেতিয়ে পড়ে সুবহে সাদিকে। প্রভাতে তুলে নেয় কর্পোরেশনের লোক;ক্লান্ত চোখে তাকিয়ে থাকে যুদ্ধাহতরাপরিত্যক্ত পরিত্যাজ্যে ঠাঁই হয় ভাগাড়ে। Share