Skip to content

৬ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পরিত্যক্ত পরিত্যাজ্য

এক টুকরো পরিত্যক্ত মাংস রাস্তায়;
শেয়াল – কুকুরের যুদ্ধ রাত গভীরে
রক্তাক্ত শরীর নেতিয়ে পড়ে সুবহে সাদিকে।

প্রভাতে তুলে নেয় কর্পোরেশনের লোক;
ক্লান্ত চোখে তাকিয়ে থাকে যুদ্ধাহতরা
পরিত্যক্ত পরিত্যাজ্যে ঠাঁই হয় ভাগাড়ে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ