স্বপ্ন পুড়ে ছাই
এক নিমিষে পুড়ে গেলো
স্বপ্ন হাজার কতো,
বুকের ভেতর অস্থিরতা
অদেখা সব ক্ষত।
কালো ধোঁয়ায় ভরে গেলো
জ্বললো আগুন সেই,
অর্থ পোড়ে বিত্ত পোড়ে
করার কিছু নেই।
কোটিপতি ভোর বেলাতে
নিঃস্ব ফকির আজ,
নিদারুণ এক দৃশ্য সে যে
মাথায় পড়লো বাজ।
আগুন যেমন উপকারী
তেমনি করে ছাই,
সাবধানী হই সবে তবে
বাঁচি সুখে ভাই