Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রীতিময় বসন্ত

তুমি আছো খুব কাছে হৃদয়ের মাঝে,
নানা রঙে নানা ঢঙে বসন্ত যে সাজে।
ফুল পাতা তরূলতা  হেলে দুলে উঠে,
প্রীতিভরা শিহরণ জেগে ওঠে ঠোঁটে।


কত স্মৃতি  কত গীতি  বেহাগের সুরে,
জাগে নিশি তারা শশি  দূরে বহুদূরে।
সোনালু, করবী হাসে  গাছেরই শাখে,
হেলে দুলে মধুকর আসে লাখে লাখে।


বসন্ত বাউরি পাখি  বসে এসে  ডালে,
কী দারুণ ওড়াউড়ি ফাগুনের কালে!
কনকচাঁপার  টানে  ছুটে আসে প্রিয়া,
হিমেল  বাতাসে ভাসে  তনু-মন-হিয়া।

কাঁঠালচাঁপার ঘ্রাণে কি’যে মায়া-প্রীতি,
শিমুলের লাল রঙে মিশে আছে স্মৃতি।
কুহু কুহু  কুহুতানে  কোকিলের গানে,
কত কথা  কত সুর  প্রিয়া শুধু জানে।

পলাশ শিমুল বনে  আহা একি দোলা,
আমার বসন্ত দ্বার  বারো মাস খোলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ